মিরপুরে বাসে আগুন
রাজধানীর মিরপুরে সনি সিনেমার সামনে ‘শতাব্দী পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে ঢাকার ভেতরে চলাচল করা বাসটিতে আগুন দেওয়া হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও কেউ হতাহত হয়নি।
বুধবার ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়েছে। আর রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। তার আগে বিভিন্ন জায়গায় নাশকতা ঘটছে।
আমাদের সময়/জেআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?