শুটিংয়ে ফিরলেন স্পর্শিয়া
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অর্চিতা স্পর্শিয়া। সেসময় তার মুখে অস্ত্রোপচার করা হয়। এরপর বাসায় ফিরে কয়েকদিন বিশ্রামে ছিলেন। এবার জানালেন, সুস্থ হয়ে কাজেও ফিরেছেন তিনি।
বুধবার (১২ নভেম্বর) এই অভিনেত্রী জানান, ইতোমধ্যে শুটিং শুরু করেছেন। নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন স্পর্শিয়া। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনই বিষয়টি নিয়ে কথা বলা একেবারেই বারণ।
জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে এই ওয়েব সিরিজের শুটিং এত দিন আটকে ছিল। ফলে সুস্থ হয়েই যোগ দিলেন শুটিংয়ে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
স্পর্শিয়া বলেন, ‘এমনিতে কাজ কম করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজের ক্ষেত্রে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি, তাই কাজটা করছি। কিছুদিনের মধ্যে ঘোষণা আসবে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে।’
প্রসঙ্গত, ২০১১ সালে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন স্পর্শিয়া। এরপর থেকেই নাটক-চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’সহ একাধিক সিনেমায় দেখা গেছে তাকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/কেইউ