‘৭৩ হাজার ভোটে আমি এখন বিশ্বের ৫ নম্বরে’
থাইল্যান্ডে শুরু হয়েছে ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে কয়েক ধাপের প্রতিযোগিতা শেষ হয়েছে। ইভেন্টেগুলো শেষে ৫ম স্থানে মিথিলা।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) এক পোস্টে সবার ভালোবাসা ও উৎসাহে উচ্ছ্বসিত মিথিলা লিখেছেন, আমি কাঁদছি, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমি এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল আমাদের সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়, মাগুরার মানুষ, মডেল সহকর্মী, ছেলে ও মেয়ে সবাইকে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের শুভাকাঙ্ক্ষী, সব গণমাধ্যমের সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, আমার শিক্ষক ও পরামর্শদাতা, বিউটি পেজেন্টপ্রেমী ও অনুসারী, বিশেষ করে আমার আম্মু, বড় আপু এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এখন কাজ করতে হবে। বাংলাদেশে মুকুট আনতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য! মিস ইউনিভার্স।’
মিথিলার মাথায় জয়ের মুকুট দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়েছেন দেশের অনেক তারকারা। জয়া আহসান, তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়ার মতো তারকারা মিথিলাকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিন জানা যাবে ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে বিশ্বসুন্দরীর মুকুট।
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’