গাজীপুরে আরও এক বাসে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ১৫:৫৬
শেয়ার :
গাজীপুরে আরও এক বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ২নং সিএনবি এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বাসের ভেতর আগুন দেখতে পান। এ সময় তারা চিৎকার দিলে আশপাশেল কয়েকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

ওই বাসচালকের সহকারী রাজু মিয়া জানান, সড়কের পাশে বাস পার্কিং করে তিনি ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে প্রাণে বাঁচেন।

বাসমালিক জহির উদ্দিন বলেন, ‘সড়কের পাশে থাকা বাসটি দূর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাই ওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঘটনাস্থলের অদূরেই অবস্থান করছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা এবং কাশিমপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আমাদের সময়/এফএম