নিপুণের স্বপ্নভঙ্গ
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিয়ে সিনেমা নির্মাণের কথা বলেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ঘোষণাটি আসে ২০২০ সালে। সেসময় জানানো হয়, এর চিত্রনাট্য লিখেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিজেই।
নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার মধ্যদিয়ে প্রথমবার অভিনয়ে নাম লেখানোর কথা ছিল শেখ সেলিমের। তার বিপরীতে অভিনয়ের ইঙ্গিত দিয়েছিলেন নিপুণ। আর শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা ছিল যুবলীগের শেখ ফজলে শামস পরশের। নিপুণের প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি নির্মিত হবে বলেও সেসময় জানানো হয়।
পুরো সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা আজও জানানো হয়নি। আর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অভিনেত্রীর স্বপ্নও যেন ভেস্তে গেছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
খোঁজ নিয়ে জানা যায়, শেখ সেলিমের চিত্রনাট্যে সিনেমাটি আর হচ্ছে না। সেই সঙ্গে পর্দায় সেলিমের নায়িকা হওয়ার স্বপ্নও ভেঙে গেছে নিপুণের। সম্প্রতি এক আড্ডায় এ নিয়ে আক্ষেপ করেছেন এই অভিনেত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন তারই ঘনিষ্ঠ একজন।
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের কাছে হেরে গিয়ে মামলা করে শেখ সেলিমের ক্ষমতার দাপটে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন নিপুণ। সেই চেয়ারের মেয়াদ শেষ হলেও অবৈধভাবে সমিতির প্যাড ব্যবহার করে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়ে তোপের মুখে পড়েন নিপুণ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও শেখ সেলিমদের মতো স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে গেলেও হত্যা মামলার আসামি হয়ে এখনো দেশে বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন নিপুণ। এ নিয়ে সিনেমাপাড়ায় বেশ চর্চা হচ্ছে।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’