দুর্বৃত্তের দেওয়া নয়, মেরামতের সময় হঠাৎ আগুন লাগে পুলিশের গাড়িতে
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি, গাড়ির কাজ করার সময় হঠাৎ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি।
ডিএমপি জানিয়েছে, প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ নিয়ে কোন প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডেও একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।
আমাদের সময়/এআই