অনন্তর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১১:৫৭
শেয়ার :
অনন্তর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে আয়োজন করেছিলেন ‘ট্যালেন্ট হান্ট’। উদ্দেশ্য ছিল- সিনেমায় নতুন মুখ তুলে আনা ও শিল্পী সংকট দূর করা। অনন্তের ভাষায়, তিনি চেয়েছিলেন সারা দেশ থেকে তরুণ মেধাবীদের খুঁজে এনে সিনেমায় নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী গড়ে তুলতে।

দেশজুড়ে বিপুল সাড়া ফেলে এই আয়োজন। প্রায় তিন লাখ প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন তরুণ মডেল সাব্বির আহমেদ আরবিন। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল, বিজয়ীরা অনন্ত জলিলের পরবর্তী সিনেমায় অভিনয়ের সুযোগ পাবেন। সেই সময় ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি সিনেমার জন্য এই ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়।

কিন্তু সময় পেরিয়ে যায়, সিনেমার কাজ আর শুরু হয় না। পরবর্তী সময়ে অনন্ত জলিল ঘোষণা দেন যে, ওই প্রতিযোগিতায় নির্বাচিত কিছু প্রতিভাবান তরুণ-তরুণীকে তিনি তার পরবর্তী সিনেমা ‘দিন: দ্য ডে’তে অভিনয়ের সুযোগ দেবেন। ২০১৮ সালে অনন্ত নিজেই সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেই ঘোষণার পর বহু অপেক্ষার পর অবশেষে সিনেমার ডাক পান সাব্বির আহমেদ আরবিন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরবিন বলেন, ‘২০১৫ সালে “ট্যালেন্ট হান্ট” নামে রিয়েলিটি শো হয়েছিল। আমি হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হই। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল, আমি তার সিনেমায় কাজ করব। সেই সিনেমা (“দ্য স্পাই”) হয়নি। পরে “দিন: দ্য ডে”র  জন্য আমাকে ডাকা হয় এবং পুলিশ চরিত্রে নির্বাচিত করা হয়।’

‘শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু আমাদের দৃশ্য হতো না। চার দিন পর একটি দৃশ্য হয়, পরে আরও কিছু শট নেওয়া হয়। মোট আট দিন শুটিং করেছি। পরে সিনেমাটি মুক্তি পেলে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে হলে দেখতে যাই। কিন্তু পর্দায় কোথাও নিজেকে খুঁজে পেলাম না। সবার সামনে খুব লজ্জায় পড়েছিলাম। আমার সব পরিশ্রম বৃথা গেল- আমি প্রতারণার শিকার হয়েছি।’ বললেন আরবিন।

তার দাবি, ‘এই অভিজ্ঞতা মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়েছে। একজন শিল্পী হিসেবে এটি অপমানের। আমি স্বপ্ন দেখেছিলাম বড় পর্দায় নিজের অভিনয় দেখব, কিন্তু সে স্বপ্ন চূর্ণ হয়েছে।’

এই অভিযোগের বিষয়ে জানতে অনন্ত জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা।

আমাদের সময়/ এসএ