গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট এলাকায় এ অবরোধ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এসময় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবি জানান।
পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে বিক্ষোভকারীরা স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশে টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই দাবিতে টঙ্গী হোসেন মার্কেট ও টঙ্গী স্টেশন রোড এলাকাতেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ স্থানীয়রা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন-অর-রশীদ আমাদের সময়কে জানান, আসন পুনর্বহালের দাবিতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি এবং গাজীপুরের ৫টি থেকে মহানগরীর টঙ্গী শিল্প এলাকা (৩২ থেকে ৩৯ এবং ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড) নিয়ে নতুন করে গাজীপুর-৬ আসন ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরপর গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটের ৪টি আসন বহাল চেয়ে উচ্চ আদালতে রিট করেন একাধিক পক্ষ। সোমবার (১০ নভেম্বর) রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি আসন করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জেলার ৪টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ আদেশের কারণে আটকে গেছে নতুন ঘোষিত গাজীপুর-৬ আসন।
আমাদের সময়/আরআর