উত্তরায় মাইক্রোবাসে আগুন

অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১১:১৭
শেয়ার :
উত্তরায় মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। 

এ সময় ইঞ্জিন ওভার হিটের কারণে মাইক্রোবাসে আগুনের সূত্রপাত হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আমাদের সময়/এএস