শীতে লেপ-কম্বল পরিষ্কার করার সহজ উপায়
শীতকাল বছরের শীতলতম ঋতু। এটি শরৎ আর হেমন্তের পরে এবং বসন্তের আগে আসে। আর এরই ধারাবাহিকতায় দেশজুড়ে শীতের হাওয়া বইতে শুরু করেছে।
প্রিয় পাঠক আর দেরি না করে এবার আলমারি, বক্স খাটের ভেতর থেকে সেই এক বছর আগে তুলে রাখা লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেটগুলো এবার পরিষ্কার করতে শুরু করে দিন। আর কীভাবে এই কাজটি সহজে করবেন, রইল তারই উপায়
লেপের যত্ন: লেপ যদি শিমুল তুলোর হয়ে থাকে, তাহলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের ওপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি ধুয়ে নিন। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার
কম্বলের যত্ন: একই কথা কম্বলের ক্ষেত্রেও খাটে। এটিও পরিষ্কার রাখা জরুরি। তবে কম্বল কিন্তু ধোয়া যেতে পারে। শ্যাম্পুতে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিন। ঝামেলা এড়াতে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন। সেখান থেকেই ঝকঝকে করে পাঠাবে আপনার সাধের কম্বল।
কাঁথার যত্ন: কাঁথা পরিষ্কার করা কষ্টকর কাজ নয়। বাড়িতে অনায়াসেই কাঁথা ধুয়ে নেয়া যায়। তারপর রোদে শুকিয়ে তা ব্যবহার করুন।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
লেদার জ্যাকেটের যত্ন: বাড়িতে এই ধরনের জ্যাকেট পরিষ্কার করা সম্ভব নয়; তাই এগুলো অবশ্যই লন্ড্রিতে দিয়ে দিন। এগুলো কখনই রোদে দেওয়া উচিত নয়। জ্যাকেট কয়েক বছর পুরনো হয়ে গেলে ভিতরের লাইনিং পালটে নিন।
সোয়েটারের যত্ন: পশমের জামা বা উলের সোয়েটার উষ্ণ পানিতে না ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। তবে ধোয়ার সময় পানিতে একটু লেবুর রস ও ভিনিগার দিয়ে দিতে পারেন। এতে রং ঠিক থাকবে। পশমের জামা ইস্ত্রি করার সময় অবশ্যই তার ওপর সুতির চাদর বিছিয়ে নিন। সরাসরি পশমের সঙ্গে ইস্ত্রির স্পর্শ যেন না হয়।
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
আমাদের সময়/টিটিএ