আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আগুনের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
তিনি জানান, খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এ ব্যাপারে বাসের চালক আব্দুস সাত্তার জানান, বেশ কয়েকদিন ধরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কারণে তিনি বাসেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ উত্তাপ টের পেয়ে তিনি দ্রুত উঠে দেখেন মোটরসাইকেলে করে আসা দুই যুবক পালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় বাসের মালিক মো. সোহেল নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত। সে প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
তবে জড়িতদের দ্রুত খুঁজে বের করতে তাদের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আমাদের সময়/এএস