বিবিসির বিরুদ্ধে মামলা করার হুমকি ট্রাম্পের, নেপথ্যের কারণ

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ০৯:৪০
শেয়ার :
বিবিসির বিরুদ্ধে মামলা করার হুমকি ট্রাম্পের, নেপথ্যের কারণ

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সংবাদমাধ্যমবিরোধী অবস্থান এবার আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। তিনি বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি দিয়েছেন।

ট্রাম্পের আইনজীবীর দাবি, বিবিসির তৈরি একটি প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে তার ভাষণটি ভুলভাবে সম্পাদনা করে মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।

এই হুমকি বিবিসিকে এক বড় ধরনের আর্থিক সঙ্কটে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি ব্রিটিশ পাবলিক সম্প্রচার সংস্থাটির জন্য সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সংকটগুলোর একটি, যা বিভক্ত রাজনৈতিক ও গণমাধ্যম পরিবেশে বিবিসির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

২০২৪ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরুর কয়েকদিন আগে, বিবিসি একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করে।

সেই সময় প্রামাণ্যচিত্রটিকে যুক্তরাজ্যে ইতিবাচকভাবে দেখা হয়েছিল। দ্য গার্ডিয়ান তার প্রশংসা করে বলেছিল যে, এটি ট্রাম্প এবং ম্যাগা আন্দোলনকে দারুণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

চিত্রটি হয়তো তেমনভাবে নজর কাড়ত না, যদি না একটি ফাঁসকৃত নথি সামনে আসত। নথিতে দেখা গেছে, ট্রাম্পের ৬ জানুয়ারির ভাষণের দুইটি মন্তব্য, যা বাস্তবে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল, তা প্রামাণ্যচিত্রে একসঙ্গে দেখানো হয়েছে।

প্রামাণ্যচিত্রে দেখানো হয় ট্রাম্প বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হাঁটব, আমি তোমাদের সঙ্গে থাকব এবং আমরা লড়াই করব। আমরা দানবের মতো লড়াই করব, আর যদি দানবের মতো লড়াই না করো, তোমাদের আর দেশ থাকবে না।’

আসলে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হাঁটব এবং আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেসম্যান/মহিলাদের উৎসাহ দেব।’

এর ৫৪ মিনিট পরে তিনি তার সমর্থকদের বলেছেন, ‘দানবের মতো লড়াই করো।’

সোমবার একটি সংসদীয় কমিটিকে লেখা চিঠিতে, বিবিসির চেয়ারম্যান সামির শাহ ট্রাম্পের ভাষণ সম্পাদনার ক্ষেত্রে যা হয়েছে তা তিনি “সিদ্ধান্তগত ভুল” হিসেবে স্বীকার করেন। তিনি স্বীকার করেন, এতে সরাসরি সহিংসতার আহ্বান দেওয়ার মতো ছাপ পড়েছে।

এসব বিতর্কের মধ্যেই বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি নিউজের প্রধান নির্বাহী ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

তবে ট্রাম্প চান বিবিসি যেন তথ্যচিত্রটি প্রত্যাহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তার ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দেয়।

আমাদের সময়/এআই