বাসে আগুন-চালক হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ফুলবাড়িয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ০৮:৩০
শেয়ার :
বাসে আগুন-চালক হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়ে চালক মো. জুলহাস হত্যার বিচারের দাবিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতা ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল করিম সরকারের নির্দেশে এ বিক্ষোভ মিছিল হয়েছে। 

অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, ইউপি সদস্য আ. হালিম, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাহাদাত আনার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, পৌর যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়া, আকরাম শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপি নেতা আব্দুল করিম সরকার তার ফেসবুক পেইজে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের দ্বারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘গতকাল গভীর রাতে আমার নিজ নির্বাচনী এলাকার ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান বাজার পেট্রোল পাম্প সংলগ্ন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর অগ্নি-সন্ত্রাসীদের দ্বারা ন্যাক্কারজনকভাবে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এই বর্বরোচিত ঘটনায় একজন বাস ড্রাইভার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং দুইজন যাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।’

তিনি বলেন, ‘ফুলবাড়িয়ার ইতিহাসে এমন বিভীষিকাময় ঘটনা এর আগে কখনো ঘটেনি। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আমাদের সময়/আরআর