বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলা, টাকা ছিনতাই
জামালপুরের মেলান্দহে বিএনপির চূড়ান্ত দলীয় মনোনয়ন প্রত্যাশীর এক কর্মীর ওপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
হামলার শিকার মো. সম্রাট মিয়া (৩৭) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, হামলার শিকার সম্রাট মিয়া তিনি ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি হাজরাবাড়ী বাজারের কাঠ ব্যবসায়ী।
আরও জানা যায়, জামালপুর-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র একজন কর্মী তিনি। সিদ্দিকী শুভ দলীয় মনোনয়ন না পেলেও নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠকসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্রাট মিয়া আজ তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্তরা হামলা করে তার কাছে থাকা নগদ ২লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
জাকির হোসেন লেবু বলেন, ‘আমার ভাই সিদ্দিকী শুভ’র কর্মী। এটাই তার দোষ। আজ বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসী বাহিনী হামলা করে তার কাছে থাকা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মেরে অজ্ঞান করে ফেলে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশংকাজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির চুড়ান্ত দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আজকে পূর্বপরিকল্পিতভাবে আমার এক কর্মীর ওপর হামলা করা হয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার কর্মী-সমর্থকদের আরও বেশি ধৈর্যশীল ও শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷’
আমাদের সময়/আরআর