‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের হোতা গ্রেপ্তার
রাজধানীর রূপনগর থানা এলাকার একটি বাসা থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন জাতীয় বিশেষ রাসায়নিক) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের হোতা মোসা. তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় বেলাল হোসেন নামের এক ব্যক্তির স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে পরিচয় হয় তানিয়ার। তিনি নাসিমা আক্তারের বাসার ভেতরে প্রবেশ করে কথা বলতে থাকেন। কথা বলার একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) নাসিমা আক্তারের নাকের কাছে নিয়ে প্রয়োগ করে। এতে নাসিমার হিতাহিত জ্ঞান শূন্য হলে তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি নিয়ে করে পালিয়ে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ঘটনায় বাদী বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে রূপনগর থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি মোসা. তানিয়ার অবস্থান শনাক্ত করে। পরবর্তী সময়ে সোমবার দিবাগত রাত (১১ নভেম্বর) আনুমানিক ৩টায় তুরাগ থানার উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান পরিচালনা করে তানিয়াকে গ্রেপ্তার করা হয়।
তানিয়ার হেফাজত থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণালংকার বিক্রির নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গ্রেপ্তারকৃত তানিয়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করতেন। তিনি নিজেকে প্রবাসী বা প্রবাসীদের আত্মীয় পরিচয় দিয়ে টার্গেটকৃত বাসায় প্রবেশ করতেন। কথাবার্তার একপর্যায়ে সে ভুক্তভোগীদের বিভিন্ন বৈদেশিক মুদ্রা বা ইমিটেশন দেখানোর ছলে তার কাছে থাকা শয়তানের নিশ্বাস প্রয়োগ করে সুকৌশলে বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতেন।
তানিয়ার নামে বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের সময়/জেআই