চমক নিয়ে প্রিয়াংকার ফেরা

বিনোদন সময় ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৬
শেয়ার :
চমক নিয়ে প্রিয়াংকার ফেরা

প্রিয়াংকা ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক। ‘ক্রিসমাস কার্মা’ সিনেমার জন্য গান গাইবেন প্রিয়াংকা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্ল্যাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াংকার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশি ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতাপক্ষ। তারা জানান, এই মিউজিক্যাল চলচ্চিত্রটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। ভারতে ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সাউন্ডট্র্যাকের তালিকায় রয়েছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ। সম্পূর্ণ অ্যালবামটি ছবির মুক্তির দিনেই প্রকাশ পাবে।

‘লাস্ট ক্রিসমাস’ মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল। গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল। পরিচালক গুরিন্দর চাড্ডা বলেন, ‘আমি জর্জ মাইকেলের বিশাল ভক্ত। তার গানে আমাদের নিজস্ব রূপ দিতে পেরে আমি খুব কৃতজ্ঞ। আশা করি তিনি স্বর্গ থেকেও এই গানটি শুনে খুশি হবেন।’