মাস্ক-হেলমেট পরে যুবলীগের ঝটিকা মিছিল

যশোর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ২১:১২
শেয়ার :
মাস্ক-হেলমেট পরে যুবলীগের ঝটিকা মিছিল

যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে একটি ঝটিকা মিছিল করেছে একদল যুবক। তবে তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল এবং বাকিরা ছিলেন হেলমেট পরিহিত।

মঙ্গলবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টি গিয়ে শেষ হয়।

শহরের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হাজী সুমনের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। যদিও ৫ মিনিটের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় তারা ‘শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার মানি না মানবো না’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’—এমন অনেক স্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ৩০ থেকে ৩৫ জন কিশোর ও যুবক অংশ নেয়। তবে তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল। বাকিরা ছিলেন হেলমেট পরিহিত।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘সরকারবিরোধী মিছিলের ব্যাপারে কিছু জানা নেই। তবে কারা কখন মিছিল করেছে—এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

আমাদের সময়/এফএম