৭ম গ্লোবাল তাজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘ঊনাদিত্য’

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ২০:৫৯
শেয়ার :
৭ম গ্লোবাল তাজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘ঊনাদিত্য’
ছবি : সংগৃহীত।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে এবার ভারতের আগ্রায় অনুষ্ঠিতব্য ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঊনাদিত্য – Less Than Sun God’। বৃহস্পতিবার (১৩ নভেম্বর), শুক্রবার (১৪ নভেম্বর ও শনিবার (১৫ নভেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হবে আগ্রার জে.পি. অডিটোরিয়াম, খান্দারি ক্যাম্পাসে।

হাবিব জাকারিয়ার কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রাজীবুল হোসেন, যিনি বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্রে নন্দনতত্ত্ব, দর্শন ও সমাজচেতনার এক ভিন্ন কণ্ঠস্বর হিসেবে পরিচিত। এই চলচ্চিত্রের মূল অভিনয়ে ছিলেন রুনা খান, সমু চৌধুরী, মাহদি মাইনুল, জয় রাজ, রাকীবুল হোসেন, ও স্থানীয় ওঁরাও জনগোষ্ঠীর একদল শিল্পী।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া এন্ড কমিউনিকেশন বাংলাদেশ (এআইএমসি), যা বাংলাদেশের একটি সৃজনশীল শিক্ষা, গবেষণা ও চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠান।

চলচ্চিত্রটি ২০২৫ সালে বাংলাদেশের চলচ্চিত্র সংরক্ষণ ও ডিজিটাল পুনর্নির্মাণের অংশ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করে রিমাস্টার করা প্রথম ফিচার ফিল্ম, যা বাংলাদেশের চলচ্চিত্র প্রযুক্তির এক নতুন অধ্যায় সূচনা করেছে।

গল্পে দেখা যাবে, তরুণ আলোকচিত্রী খালেদ সৈকত এক অজানা গ্রামে যাত্রা করে, যেখানে ওরাও সম্প্রদায়ের ধর্মান্তরিত তরুণ আরুণ খালকো ও স্কুল শিক্ষিকা আরতির জীবনে জড়িয়ে পড়ে সে। খ্রিস্টান ধর্মে দীক্ষিত আরুণ সমাজচ্যুত হলেও নিজের জাতিকে উন্নত করার স্বপ্ন দেখে, আর আরতি তার স্বপ্নে নিজের অস্তিত্ব খোঁজে।

খালিদ সৈকত যখন ফাগুয়া উৎসব, প্রেম ও বিশ্বাসের টানাপোড়েন প্রত্যক্ষ করে, তখন সে বুঝতে পারে — এই যাত্রা শুধু একটি ওরাও গ্রাম নয়, বরং মানুষের পরিচয়, বিশ্বাস ও স্বাধীনতার গভীরে প্রবেশের এক অনুসন্ধান।

“ঊনাদিত্য” এক অন্তর্দ্বন্দ্ব, ভালোবাসা ও ওরাও জাতিগত পরিচয়ের চলচ্চিত্র — যেখানে অজানার পথে যাত্রা হয়ে ওঠে আত্ম-আবিষ্কারের গল্প।

প্রসঙ্গত, উৎসবে চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে নির্মাতা রাজীবুল হোসেন ও অভিনেত্রী রুনা খান বিশেষ আমন্ত্রণ পেয়েছেন। ভারতের সাথে ভিসা জটিলতায় উৎসবে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পরেছে।

আমাদের সময়/কেইউ