প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান আন্দোলনরত ৮ ইসলামি দলের নেতারা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে আন্দোলনরত আটটি ইসলামি দলের নেতারা। জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে আলোচনার জন্য বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চান তারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে এ আট দলের এক সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে যুগপৎ আন্দোলনের দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
আট দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁনসহ ৮ দলের শীর্ষ নেতারা।
আমাদের সময়/জেআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?