মাদকের পাওনা টাকা আনতে গিয়ে ইয়াবা ব্যবসায়ী খুন
দিনাজপুরের পার্বতীপুরে মাদকের পাওনা টাকা আনতে গিয়ে রংপুরের বদরগঞ্জের ইয়াবা ব্যবসায়ী ওয়ারেজ আলী (৬০) খুন হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পার্বতীপুর উপজেলার ডাঙ্গারহাট এলাকার একটি হলদীক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওয়ারেজ আলী বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোদ্দো বাগবাড় নালীপাড়া গ্রামের প্রয়াত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুরে প্রতিদিনের মতো বাজার করতে ডাঙ্গারহাটে যান ওয়ারেজ আলী। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয় এক বয়স্ক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, গভীর রাতে জানালা দিয়ে হলদীক্ষেতে মোবাইলের রিংটোন শুনতে পান তিনি। পরে পরিবারের লোকজনকে ডেকে নিয়ে দেখেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এবং তার পকেটে থাকা মোবাইলে ক্রমাগত কল আসছিল। তিনি মোবাইলটি বন্ধ করে দিয়ে তৎক্ষণাৎ পার্বতীপুর থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওয়ারেজ আলী দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাজার ব্যবসা করতেন। পার্বতীপুরের ডাঙ্গারহাট কেন্দ্রিক একটি মাদক সিন্ডিকেটের কাছ থেকে তার কয়েক লাখ টাকা পাওনা ছিল। এ নিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সিন্ডিকেটের সদস্যরা ‘পাওনা টাকা দেবে’ বলে ফোন করে তাকে ডাঙ্গারহাটে ডেকে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে লাশ হলদীক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহতের ছোট ছেলে আরিফুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
জানা গেছে, নিহত ওয়ারেজ আলীর নামে বদরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আমাদের সময়কে বলেন, ‘অপরাধীদের চিহ্নিতকরণসহ গ্রেপ্তারে পুলিশ মাঠে তৎপর রয়েছে।’
আমাদের সময়/আরডি