হাটহাজারীতে দুই দিনে মিলল নারীসহ ৩ মরদেহ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১৯:১৪
শেয়ার :
হাটহাজারীতে দুই দিনে মিলল নারীসহ ৩ মরদেহ

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানের ফের একটি ডোবা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুরের পশ্চিমে রেললাইন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন।

হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে গত দুই দিনে নারীসহ ৩ জনের মরদেহ পাওয়া গেল। এদিকে, টানা তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও থানাপুলিশ বলছে, উদ্বেগের কিছু নেই। উদ্ধার করা তিনটি মরদেহের মধ্যে দুইজন ভিক্ষুক। এর মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ডোবার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সোমবার (১০ নভেম্বর) ওই বৃদ্ধাকে তাদের এলাকায় ভিক্ষা করতে দেখেছেন।

প্রসঙ্গত, আগের দিন সোমবার সকালে হাটহাজারী পৌরসভা এলাকা থেকে একটি অজ্ঞাত পুরুষের ও উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া টানা তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘ধলই ইউনিয়নের মনিয়া পুকুরের পশ্চিমে রেললাইন এলাকার থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা গেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। স্থানীয়রা গতকালও তাকে এলাকায় ভিক্ষা করতে দেখেছে।’

এলাকাজুড়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে তিনি আরও জানান, উদ্ধারকৃত তিনটি মরদেহের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা গেছে। তার নাম মনি রাজ। তিনি পেশায় ভিক্ষুক, তার বাড়ি জামালপুর জেলা সদরে। এর মধ্যে তার মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানাপুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেছে এবং এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

আমাদের সময়/আরডি