চেয়ারম্যান প্রার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১৭:৪৮
শেয়ার :
চেয়ারম্যান প্রার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার গাবতলীতে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক ও মনিরুজ্জামান ওরফে মিশু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পিন্টু ওরফে মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন ও আশিক।

রায়ে প্রত্যেক আসামির এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর( পিপি) আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন । 

তিনি জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর ব্যবসায়ী ও দুর্গাহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল বৈঠাভাঙা গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে যান। সেখান থেকে মোটরসাইকেলে তিনি ও তার চাচাতো ভাই নয়ন, আসাদ বাড়িতে ফিরছিলেন। তারা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তোজাম্মেল ও নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তোজাম্মেল ও নয়নকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে নেওয়ার পথে তোজাম্মেল মারা যান।

তিনি আরও জানান, রায়ে চার্জশিটভুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা আদালতে হাজির হননি। গ্রেপ্তারের পর থেকে তাদের সাজা কার্যকর হবে।

আমাদের সময়/আরডি