আগামীকাল ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ১৬:৩৫
শেয়ার :
আগামীকাল ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’র প্রদর্শনী

‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’র পোস্টার

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও লুটপাট ছিল নিত্য আলোচনায়। চাঞ্চল্যকর সেসব ঘটনা নিয়ে ৪০টির বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এবার অনুষ্ঠিত হবে সেই প্রামাণ্যচিত্রগুলোর প্রদর্শনী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল বুধবার (১২ নভেম্বর) রাজধানী ঢাকার ১০টি পয়েন্টে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে টিএসসি (ঢাবি), রবীন্দ্র সরোবর (ধানমন্ডি), বাহাদুর শাহ পার্ক (লক্ষ্মীবাজার), হারুন মোল্লার মাঠ (পল্লবী, মিরপুর), মুক্তমঞ্চ (উত্তরা ৩নং সেক্টর), জমজম টাওয়ার (উত্তরা), টাউন হল মাঠ (মোহাম্মদপুর), হাতিরঝিল এম্ফিথিয়েটার, হাতিরঝিল (রামপুরা প্রান্ত) ও যাত্রাবাড়ি পার্কে।

এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত। পাশাপাশি এ সময় থাকছে জুলাইয়ের গান।

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের দুঃশাসন এবং জুলাই গণঅভ্যুত্থানের কালচারাল ডকুমেন্টেশনের বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন দিক নিয়ে সুর্নির্দিষ্ট তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য একটি কাজ। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে ৪০টির অধিক ডকুমেন্টারি নির্মিত হয়েছে। আরও বেশ কয়েকটি ছবির নির্মাণ কাজ চলছে।’

আমাদের সময়/ এসএ