অফশোর ব্যাংকিং কার্যক্রমের পরিসর সম্প্রসারণ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
শেয়ার :
অফশোর ব্যাংকিং কার্যক্রমের পরিসর সম্প্রসারণ করল বাংলাদেশ ব্যাংক

ট্রেড ফাইন্যান্স‌ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা-সংক্রান্ত নির্দেশনার গুরুত্বপূর্ণ কিছু সংশোধন করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়নে আরও বেশি নমনীয়তা আনা হয়েছে।

এতদিন ওবিইউগুলো কেবল তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ট্রেড ফাইন্যান্স দিতে পারত। এর মধ্যে আছে বাইয়ার্স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ অন্যান্য অনুরূপ পদ্ধতি। তবে আলোচ্য সংশোধনের ফলে এই সীমা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, ওবিইউ এখন তাদের নিজস্ব ব্যাংকের এডি ছাড়াও অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমে ট্রেড লোন দিতে পারবে।

আমাদের সময়/জেআই