আবরার ফাহাদকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৪:১৮
শেয়ার :
আবরার ফাহাদকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

বরেণ্য গীতিকার প্রিন্স মাহমুদ। তার গানে প্রেম-বিরহ ছাড়াও ফুটে উঠে দেশপ্রেমের অনন্য অনুভূতি। এবারও তার ব্যতিক্রম নয়। নতুন একটি গান লিখেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে এই তথ্য জানিয়েছেন প্রিন্স মাহমুদ নিজেই। তিনি লিখেছেন, ‘আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটা আমার সেরা গানের একটা হতে যাচ্ছে। প্রত্যেকটা লাইন সবার প্রিয় লাইন হবে।’ 

এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত গীতিকারের ভক্তরা। নেটিজেনদের অনেকে গানটি নিয়ে বিস্তারিত জানতে চাইছেন।

মন্তব্যঘরে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘কেউ কিছু করছে দেখে আমি করি- এমন নয়। সময়ের তাগিদে নয়, প্রস্তুতি নিয়েই কাজ শুরু করি। সম্প্রতি বেশকিছু বাণিজ্যিক কাজ ছেড়েছি শুধু আবরার ফাহাদসহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, শাইখ আশহাবুল ইয়ামিনসহ সাতজনকে নিয়ে কাজ করছি এখন। এটা কোনো সংবাদ হওয়ার জন্য নয়, একান্ত নিজের তাড়না থেকে করছি। বিশ্বাস করি, সব গান গান হয়ে ওঠে না, কিন্তু এগুলো হবে।’ 

প্রিন্স মাহমুদ জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি আবরার ফাহাদকে নিয়ে তৈরি গানটি আসবে বেশ বড় আয়োজনে।

বলা দরকার, ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন শহীদ আবরার ফাহাদ। সেই পোস্টের কারণে তাকে ‘শিবির’ সন্দেহ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আমাদের সময়/ এসএ