কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১০:১৬
শেয়ার :
কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

জানা গেছে, নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আর আহত নুরুজ্জামান কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। দু’জনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলযোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন তারা। পথে পাতিবিলা বটতলা এলাকায় রাস্তার ওপর রাখা বালির স্তূপে মোটরসাইকেলটি উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দু’জন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন। গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

আমাদের সময়/আরআর