যুদ্ধবিরতি লঙ্ঘন /
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত
দক্ষিণ গাজায় খান ইউনুসের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আল জাজিরার প্রতিবেদকরা এ তথ্য জানিয়েছেন।
হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তারা অভিযোগ করেছে, ইসরায়েল গাজা জুড়ে এখনো ধারাবাহিকভাবে বোমা হামলা ও ভবন ধ্বংস চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৭১ জন নিহত হয়েছেন, যাদের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ৬২২ জন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার যাদের হত্যা করা হয়েছে, তারা সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এছাড়া, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতিতে নির্ধারিত অস্থায়ী সীমানা বা তথাকথিত “হলুদ রেখা”-র ভেতরে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস