ফেডারেল শাটডাউন অবসানে সিনেটে চূড়ান্ত ভোট

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ০৮:২৪
শেয়ার :
ফেডারেল শাটডাউন অবসানে সিনেটে চূড়ান্ত ভোট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেট সরকার পুনরায় চালুর জন্য একটি সমঝোতাভিত্তিক অর্থায়ন প্যাকেজে চূড়ান্ত ভোট নিচ্ছে। এই প্রস্তাব অনুমোদিত হলে প্রতিনিধি পরিষদকে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) আবার বৈঠকে বসে চুক্তিটি অনুমোদন করতে হবে। এরপর বিলটি স্বাক্ষরের জন্য যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে।

যদিও ট্রাম্প ইতিমধ্যে সিনেটের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সরকার চালুর এই চুক্তির বিনিময়ে ভবিষ্যতে স্বাস্থ্যসেবার বাড়তি ভর্তুকি বাড়ানোর বিষয়ে ভোট নেওয়া হবে।’

অন্যদিকে, সরকার অচলাবস্থার (শাটডাউন) প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। নভেম্বর মাসে ট্রাম্প প্রশাসনের ফুড স্ট্যাম্প সুবিধার পূর্ণ অর্থ প্রদান আটকে দেওয়ার প্রচেষ্টা বাতিল করেছে আপিল আদালত। তবুও অনেক সুবিধাভোগী এখনো অনিশ্চয়তায় রয়েছেন।

এখন পর্যন্ত দীর্ঘতম ৪১ দিনের অচলাবস্থার কারণে সরকারি পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং প্রায় ১৪ লক্ষ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে রয়েছেন অথবা বিনা বেতনে কাজ করছেন।

এদিকে, বিমানবন্দরগুলোতে কর্মীসংকট আরও বেড়েছে। গত সপ্তাহান্তে বিমান চলাচল নিয়ন্ত্রণে (এয়ার ট্রাফিক কন্ট্রোল) সবচেয়ে খারাপ সময় পার করেছে যুক্তরাষ্ট্র, যা শাটডাউন শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

যদিও ট্রাম্প অচলাবস্থার সময় অবৈতনিক বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের কাজে ফিরে যাওয়ার দাবি করেছেন এবং যারা তা করেননি তাদের ‘ডক’ করার হুমকি দিয়েছেন।

আমাদের সময়/এআই