সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন যুগের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৫
শেয়ার :
সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন যুগের সূচনা

ওয়াশিংটন সফর করছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন তিনি।

আল জাজিরা সূত্রে জানা গেছে, সিরিয়ার ওপর আরোপিত সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার জন্য এরই মধ্যে নতুন একটি ছাড়পত্র জারি করেছে যুক্তরাষ্ট্র। যা প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ‘নতুন যুগের সূচনা’। বিশেষ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী ওয়াশিংটন।

আহমেদ আল-শারার এ সফর পশ্চিমা বিশ্বের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য দামেস্কের প্রচেষ্টাকে আরও জোরদার করেছে। এছাড়া এটি আল-শারার অবিশ্বাস্য রূপান্তরকেও তুলে ধরেছে। কারণ একজন আল-কায়েদা নেতা থেকে এখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-শারা ও ট্রাম্পের মধ্যে বৈঠকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর নিজের বক্তব্যে ট্রাম্প আল-শারার প্রশংসা করে বলেন, ‘তিনি খুব কঠিন জায়গা থেকে এসেছেন এবং একজন কঠিন মানুষও। আমি তাকে পছন্দ করি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা সিরিয়াকে সফল করতে যা কিছু করা দরকার, তা করব-কারণ এটি মধ্যপ্রাচ্যের একটি অংশ। এখন মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করছে-যা এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি।’

আল-শারা গত বছরের ডিসেম্বরে আল-আসাদকে উৎখাত করতে এবং দেশটির গৃহযুদ্ধের অবসান ঘটাতে সশস্ত্র সিরিয়ান বিরোধী যোদ্ধাদের নেতৃত্ব দেন।

আমাদের সময়/এআই