আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
বিএনপির কর্মসূচি
সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন কে কে বাড়ি লক্ষীর হাট স্কুল প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ১২টায় গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচ তলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে তাঁতি দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিকেল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এনসিপির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ চাষাড়ায় সমবায় ব্যাংক ভবনের সামনে নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন এবং নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই ঐক্যের কর্মসূচি
সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে খুনি হাসিনার রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে জুলাই ঐক্য
অন্যান্য
সন্ধ্যা ৬টায় লো মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
আমাদের সময়/ টিটিএ