মামদানির ক্ষমতা হস্তান্তর দলে বাংলাদেশি জারা
বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ কৌশলবিদ জারা রহিমকে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সম্পূর্ণ নারী নেতৃত্বাধীন ক্ষমতা হস্তান্তর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় দলটি মামদানির প্রশাসনকে নির্দেশনা দেবে। খবর ভোগের।
জারা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মামদানির সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এই দলে তাঁর সঙ্গে রয়েছেন মায়া হান্ডা, তাশা ভ্যান অকেন ও ফাইজা আলিসহ একদল নারী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামদানির জয়ের পেছনে প্রধান ভূমিকা রাখা নির্বাচনী প্রচারণায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা বাংলাদেশি অভিবাসী বাবা-মায়ের সন্তান। তাঁরা ১৯৮০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মামদানির প্রচারাভিযানে যোগদানের আগে জারা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ইউনূস সেন্টারে কাজ করেছেন। পরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচনী প্রচারাভিযানে ফ্লোরিডার ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন। এরপর তিনি হোয়াইট হাউসের অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজিতে দায়িত্ব পালন করেন এবং হিলারি ক্লিনটনের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার দলের হয়ে কাজ করেন। এর পাশাপাশি উবার, ভোগ ও দ্য উইংয়ের মতো প্রতিষ্ঠানে যোগাযোগ বিভাগে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস