‘আমার কাছে সঠিক সময় এটি’

ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৭
শেয়ার :
‘আমার কাছে সঠিক সময় এটি’

গত জুনে কলম্বো টেস্টের পর টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পহেলা নভেম্বর আবার তাকে টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ পর্যন্ত থাকবেন এ দায়িত্বে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্র পর্যন্ত বাংলাদেশকে বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে নেতৃত্বে দেবেন তিনি।

গত ২৮ জুন শ্রীলংকার বিপক্ষে টেস্ট হারের পর অধিনায়কত্ব থেকে সরে আসার ঘোষণা দেন নাজমুল। তখন তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনজন অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’ কিন্তু সেই তিন অধিনায়ক যুগেই আবার প্রবেশ করলেন তিনি। লিটন দাস টি-টোয়েন্টির দায়িত্বে। মিরাজকে এক বছরের জন্য দেওয়া হয়েছে ওয়ানডের দায়িত্ব। নাজমুল দুই বছরের জন্য টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবেন।

কেন আবার দায়িত্ব নিলেন নাজমুল? পেছনের ভাবনা কী ছিল? সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে তার দ্বিতীয় যাত্রার শুরুর আগে সব পরিষ্কার করলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় আমি ক্লিয়ার এবং কনভিন্সড। আশা করি কোনো সমস্যা হবে না। যদি হয়ও, বোর্ড আমার পাশে থাকবে। বাকি দুই ক্যাপ্টেনের সঙ্গেও কথা হয়েছে। এই যোগাযোগের কারণেই মনে হয়েছে এখন সব ঠিক আছে।’

২০২৩ সালে মুমিনুল হকের কাছ থেকে টেস্ট দলের দায়িত্ব নেন নাজমুল। এখন পর্যন্ত ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতৃত্ব ছাড়ার সময়টাতে মানসিকভাবে ফুরফুরে ছিলেন শান্ত। নতুন করে দায়িত্ব নেওয়ার পেছনে বোর্ডের ইতিবাচক যোগাযোগকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি। ‘অধিনায়ক ছিলাম না মাঝে অনেক দিন। ভালোই ছিলাম। কিন্তু যেভাবে এবার বোর্ড আমার সঙ্গে যোগাযোগ করেছে, সেটা আমার ভালো লেগেছে।’

নাজমুলকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে। ঘণ্টাখানেকের আলাপে তাকে পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা দিয়েই আবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে, ‘সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, সেটা দল ও আমার ভালোর জন্যই। সেই আলাপচারিতাকে আমি পুরোপুরি সম্মান দিয়েছি। এক কথায় যদি বলি, ব্যক্তির চেয়ে বাংলাদেশ দলকে আগে রাখা উচিত।’

ভবিষ্যতে বোর্ডের কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়া নিয়েও পাশাপাশি দুই ফরম্যাটের বাকি দুই অধিনায়ক নিয়েও নাজমুল তেমন কোনো সমস্যা দেখেন না, ‘বাকি যে দুই অধিনায়ক আছে, তাদের সঙ্গে বোঝাপড়া খুবই ভালো। আমরা একসঙ্গে বসেছিলাম, বসে আলাপ করেছি কীভাবে তিন সংস্করণকে দলকে এগিয়ে নিতে পারি, কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে। আমরা তিনজনই আশাবাদী দলের যা প্রয়োজন, সেটি ঠিকভাবে বুঝে এগিয়ে নিতে পারব। আমি যে কারণে বিশ্বাস করেছি, ক্রিকেট বোর্ড আমাকে ওই সাহায্যটুকু করবে।’