মানুষের হৃদয়ে প্রেমিক পুরুষ ডিক্যাপ্রিও

বিনোদন সময় ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৮
শেয়ার :
মানুষের হৃদয়ে প্রেমিক পুরুষ ডিক্যাপ্রিও

বিশ্বখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর আজ জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় তার জন্ম। সিনেমার মতো ডিক্যাপ্রিওর শৈশবস্মৃতি সুখকর ছিল না। জন্মের বছরখানেক পর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। ছোটবেলায় বেশির ভাগ সময় মায়ের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থেকেছেন তিনি।

মাত্র পাঁচ বছর বয়সে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি লিওর। সেই বয়সেই টেলিভিশন ধারাবাহিকের সেটে ভাঙচুরের জন্য অভিনয় থেকে বাদ পড়েন। এর পর আবার ১৪ বছর বয়সে পর্দায় আসেন বিজ্ঞাপনের মাধ্যমে। ১৯৯১ সালে ক্রিস্টিন পিটারসনের ‘ক্রিটারস থ্রি’ দিয়ে হলিউডের রুপালি পর্দায় যাত্রা শুরু করেন লিও। তবে ১৯৯২ সালে ক্যারিয়ারের প্রথম বড় সুযোগ আসে, যখন পরিচালক রবার্ট ডি নিরো ‘দিজ বয়েজ লাইফ’ ছবির জন্য ৪০০ শিশুশিল্পী থেকে তাকে বাছাই করেন। ক্যারিয়ারের পরের বাঁকটি ১৯৯৭ সালে।

‘টাইটানিক’ চলচ্চিত্রে জাহাজটি ডুবে যায়, তবে তাতে জ্যাকের চরিত্রে অভিনয় করে ডিক্যাপ্রিও কোটি মানুষের হৃদয়ে প্রেমিক পুরুষ হিসেবে জায়গা করে নেন। এর পর ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’ ছবিতে অভিনয়ের পর রোমান্টিক অভিনেতা থেকে অ্যাকশন হিরো বনে যান লিও। ‘দ্য অ্যাভিয়েটর’, ‘দ্য ডির্পাটেড’, ‘শাটার আইল্যান্ড’ ছবিগুলো ধীরে ধীরে তাঁকে অন্য মাত্রা দেয়।

বারে বারে খুব কাছে এসেও অধরা থেকে যাচ্ছিল অস্কারের সোনালি মূর্তি। সব জল্পনার অবসান ঘটিয়ে আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে অস্কারের ৮৮তম আসরে সেরা অভিনেতার পুরস্কার পান লিও। এর আগে ‘হোয়াটজ ইটিং গিলবার্ট গ্রেপ’, ‘দ্য অ্যাভিয়েটর, ‘ব্লাড ডায়মন্ড’ ও ‘উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির জন্য তিনি সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পেয়েছিলেন।