অমিতাভ বচ্চনের শুভকামনা

ঢাকার সিনেমা ‘প্রিন্স’র জন্য

বিনোদন সময় প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ০৭:৪০
শেয়ার :
অমিতাভ বচ্চনের শুভকামনা

নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার নায়ক শাকিব খান। এর প্রি-প্রডাকশনের কাজ চলছে মুম্বাইয়ে। কারণ এই সিনেমার সিনেমাটোগ্রাফার বলিউডের অমিত রায়। কাকতালীয় ব্যাপার হলো, একই সময়ে অমিত রায় নির্মাণ করছিলেন একটি টিভিসি। সেটির মডেল অমিতাভ বচ্চন। সেই সুবাদে অমিতাভের সেটে নির্মাতা আবু হায়াত ও প্রযোজক শিরিন সুলতানাকে আমন্ত্রণ জানান অমিত রায়। সেখানেই ‘প্রিন্স’ সিনেমা নিয়ে কথা হয় বলিউডের শাহেনশাহর সঙ্গে।

মুম্বাই থেকে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা মুম্বাই এসেছি অমিত রায়ের সঙ্গে শুটিং প্ল্যান করার জন্য। এর মধ্যে ৮ নভেম্বর ওনার একটা টিভিসির শুটিং চলছিল। আমদের সেখানে নিমন্ত্রণ করেন। অমিতাভ সাহেবের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। প্রাইসলেস একটা মুহূর্ত আমার জন্য। এখন পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এটি।’ নির্মাতা জানান, অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপের প্রসঙ্গেও। তার ভাষ্যে, “আমি ওনাকে বললাম আপনি তো বাংলাতেও কথা বলতে পারেন।

তিনি বলেন, পারি অল্প অল্প। তবে বুঝতে পারি পুরোটা। এরপর তিনি আমাদের সিনেমাটি প্রসঙ্গে জানলেন। সিনেমাটির জন্য শুভকামনা জানালেন। এরপর আমরা ছবি তোলার অনুমতি চাইলাম। হাসিমুখে আমাদের সঙ্গে দাঁড়ালেন। বুকটা আসলে ভরে গেল। মনে হলো ‘প্রিন্স’ আমাকে এমন আরও অনেক অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে।’’

জানা গেছে, শাকিব খান চূড়ান্ত হলেও এখন চলছে বাকি কাস্টিং ও শুটিং লোকেশন নির্বাচনের পরিকল্পনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। ভারত-বাংলাদেশ মিলিয়েই সিনেমাটির শুটিং করার পরিকল্পনা আবু হায়াত মাহমুদের। নির্মাতা বলেন, ‘পুরো কাস্টিংসহ শুটিং প্ল্যান এক সপ্তাহের মধ্যে জানাতে পারব। মূলত সেই বিষয়গুলো চূড়ান্ত করতেই আমাদের মুম্বাই সফর।’