আরশ সুনেরাহর ৭ দিনের প্রেম
ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘৭ দিনের প্রেম’ নামের নাটকে। আসাদ জামানের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিকিতা সাহা, শওকত হোসেন মামুন, স্বর্ণা মজুমদার, আজম খান প্রমুখ। ‘নাটক ঘর অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে।
আরশ খান বলেন, ‘নাম শুনেই বোঝা যায়, রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। তবে শেষদিকে দর্শক টুইস্ট পাবেন। আশা করছি, কেউ নাটকটি দেখে নিরাশ হবেন না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুনেরাহ বলেন, ‘প্রেমের গল্প হলেও কাহিনিতে নতুনত্ব রয়েছে। তাই সবাইকে অনুরোধ করব, নাটকটি দেখবেন। সময়টা ভালো কাটবে।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরশ-সুনেরাহ কদিন আগেই ‘আরেক জন্মে’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকের গল্পটা ছিল এমন- শুভ ও নীলার প্রেমটা অনেক বছরের। কিন্তু নীলার প্রতি শুভর একটা খাপছাড়া কেয়ারিং ছিল সব সময়। নীলা ডাকলে শুভকে পেত না যথাসময়ে। কেন যেন একটা টিউন হচ্ছিল না দুজনের। এরপর গল্পের বাঁক ঘোরে নীলার মামার চরিত্রের মাধ্যমে। ইতোমধ্যে নাটকটি ভিউ ১৪ লাখ ছাড়িয়েছে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা