ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্র নিহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ২১:০৬
শেয়ার :
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্র নিহত

প্রতীকী

ভোলার চরফ্যাশনে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান ও আলীগাঁ এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র যুবায়েদ ইসলাম। জিহান ওমরপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে এবং যুবায়েদ একই এলাকার রিয়াজের ছেলে।

প্রত্যক্ষদর্শী সহপাঠিরা জানান, সন্ধ্যায় জনতাবাজারে প্রাইভেট শেষে বাড়ি যাওয়ার সময় দুষ্টমির ছলে দুই সহপাঠি রাস্তারপাশের ধানক্ষেতে নামলে কৃষক জাহাঙ্গীর মহাজনের ইঁদুর মারার পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইমরান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

আমাদের সময়/আরডি