নেত্রকোনায় কীটনাশক পানে কলেজছাত্রের আত্মহত্যা
কলেজছাত্র রাব্বি হাসান অনিক। ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কলেজছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই ছাত্রের নাম রাব্বি হাসান অনিক (১৮)। তিনি কেন্দুয়া পৌরসভাধীন বাদে আঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন রাব্বি। স্বজনরা তাৎক্ষণিক তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় পরিবার, ছাত্রের বন্ধু মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে স্থানীয়রা হতবাক হয়েছেন। এ নিয়ে কেন্দুয়া উপজেলায় সাড়ে ১০ মাসে ৩৫ জন অপমৃত্যুর শিকার হয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তা ছাড়া কলেজছাত্র রাব্বি হাসানের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যা কোতোয়ালি থানার আন্ডারে।
আমাদের সময়/আরডি