মানিকগঞ্জে একরাতে গ্রামীণ ব্যাংকসহ তিন জায়গায় আগুন দুর্বৃত্তদের

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৯:২৯
শেয়ার :
মানিকগঞ্জে একরাতে গ্রামীণ ব্যাংকসহ তিন জায়গায় আগুন দুর্বৃত্তদের

মানিকগঞ্জে একরাতে গ্রামীণ ব্যাংক আঙিনাসহ তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে জেলার সদর, শিবালয় ও সাটুরিয়া উপজেলায়।

রোববার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের উথুলী মোড়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, বাসটি ফাঁকা থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে পুরো বাসটি পুড়ে যায়।

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মালিক আফরোজা খান রিতা। তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

একই রাতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের কোনো কাগজপত্র বা আসবাবপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সকালেই সাটুরিয়া থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশ সদস্যরা ও মানিকগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ছাড়া একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাংশ। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খান রিতা বলেন, ‘গত বছরের ৫ আগষ্টের পর মানিকগঞ্জকে শান্ত রেখেছি। নেতাকর্মীদের বলেছিলাম, ভাংচুরসহ কোনো অঘটন ঘটালে দলীয় ব্যাবস্থা গ্রহণ করব। এরপর কোনো অঘটন ঘটেনি। কিন্তু নির্বাচনের প্রাক্কালে একটি চক্র শান্ত মানিকগঞ্জেকে অশান্ত করার পায়তারা করছে।’

এদিকে সাটুরিয়ার দরগ্রাম শাখায় আগুন লাগার ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন তার কার্যালয়ে সাংবাদিকদের বসিয়ে রাখেন। কিন্তু কোনো বক্তব্য না দিয়ে তিনি সেখান থেকে চলে যান। 

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সামনে আগুন এটা ষড়যন্ত্রের অংশ। মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ পদপ্রার্থীর মালিকানা স্কুলবাসে আগুন এটা নির্বাচন বানচালের অংশ। আগামীতে যেকোনো হামলা আমরা প্রতিহত করব।’

ঘটনার পরপরই গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শন করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। তিনি বলেন, ‘তিনটি ঘটনাই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

একই রাতে মানিকগঞ্জের ৩ স্থানে আগুনের ঘটনায় দিনভর মানিকগঞ্জ টক অফদা টাউনে পরিণত হয়েছে।

আমাদের সময়/আরডি