টিজারেই ঝড় শাহরুখের ‘কিং’, বাজেট ৩৫০ কোটি রুপি

বিনোদন ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৭:১৮
শেয়ার :
টিজারেই ঝড় শাহরুখের ‘কিং’, বাজেট ৩৫০ কোটি রুপি

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‌‘কিং’। মাত্র সোয়া মিনিটের একটি টিজার কাঁপিয়ে দিয়েছ সিনেওয়ার্ল্ড। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য আর তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে অনেকেই মনে করছেন এ সিনেমাটি ভারতীয় সিনেমার অন্যতম টার্নিং পয়েন্ট হতেপারে।‌‌

‘কিং’ সিনেমার বাজেট চমকে ওঠার মতোই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। কিন্তু আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্য যুক্ত হওয়ায় বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এর সঙ্গে আরও যোগ হবে শাহরুখ খানের পারিশ্রমিক ও প্রমোশনাল ব্যয়। সবমিলিয়ে ‘কিং’ হতে চলেছে বলিউডের এ যাবতকালের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

শুরুতে সিনেমাটির পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ। সীমিত বাজেটের একটি থ্রিলার ফিল্ম বানানোর কথা ভেবেছিলেন তিনি। পরে এ প্রকল্পে যুক্ত হন সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। 

এখন তাদের লক্ষ্য একটাই — ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনো দেখা যায়নি।

‘কিং’ সিনেমার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ছয়টি দৃষ্টিনন্দন অ্যাকশন সিকোয়েন্স। এগুলো ধারণ করা হবে  তিনটি বাস্তব লোকেশনে ও তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। সিনেমাটি তৈরি হচ্ছে গৌরী খান ও মমতা আনন্দের প্রযোজনায়। তবে তাদের সঙ্গে প্রযোজনায় ‌‘অফ দ্যা রেকর্ড’ যুক্ত রয়েছেন শাহরুখ নিজেও।


সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। তার সঙ্গে থাকছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা খান। এ ছাড়া এ সিনেমায় ফাহিম ফাজিল, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সির মতো তারকারা।

২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘কিং’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।


আমাদের সময়/এইচও