গণভোট হওয়ার বিষয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নাকি আলাদা সময়ে হবে—এই বিষয়টি নিয়ে শিগগিরই সরকার সামষ্টিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘সরকার একসঙ্গে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্ত নেবে। আপনাদেরকে খুব দ্রুতই এটা আমরা জানিয়ে দেব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার আমার কোনো সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এ বিষয়ে আলোচনা করবে। আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন।’
আমাদের সময়/জেএইচ
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?