বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জে আহত ১০ শ্রমিক

সাভার (ঢাকা) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৫:৪২
শেয়ার :
বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জে আহত ১০ শ্রমিক

বকেয়া পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিনটি কারখানার শ্রমিকরা। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। এতে আহত হয় কমপক্ষে ১০ জন শ্রমিক।

সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন "সাউথ চায়না ব্লিসিং ট্যাক্সটাইল লিমিটেড, অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড ও গোল্ডট্যাক্স গার্মেন্টস লিমিটেড কারখানার কয়েক'শ শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ -১ এর পরিচালক (পুলিশ সুপার) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

শ্রমিকেরা জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরানো জোনে অবস্থিত হংকংয়ের মালিকানাধীন ৩টি প্রতিষ্ঠান তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এমন ঘোষণায় অনিশ্চিত হয়ে পড়ে কারখানা তিনটিতে কর্মরত প্রায় ৪ হাজার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টা থেকে পাওনা পরিশোধের দাবি তুলে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

খবর পেয়ে প্রথমে শিল্পপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অবরোধ প্রসঙ্গে শ্রমিকরা অনড় অবস্থান জানালে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন পুলিশ।

শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরে দুই ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয় নবীনগর-চন্দ্রা মহাসড়কে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আমাদের সময়/আরডি