ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্ত শহরে বিদ্যুৎ বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১০:২৮
শেয়ার :
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্ত শহরে বিদ্যুৎ বিপর্যয়

রাশিয়ার জ্বালানি অবকাঠাম লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববারের এই হামলায় সীমান্তবর্তী দুই রাশিয়ান শহরে বিদ্যুৎ ও তাপ সেবা ব্যাহত হয়।

আল জাজিরা সূত্রে জানা গেছে, কিয়েভের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেলগোরোদ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ জানিয়েছেন, প্রায় ২০ হাজার পরিবার এর প্রভাবে সমস্যায় পড়েছেন।

ভোরোনেজের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ জানিয়েছেন, দশ লক্ষেরও বেশি মানুষের বসবাস হওয়া শহরটিতে বেশ কয়েকটি ড্রোন ইলেকট্রনিকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। পরে স্থানীয় একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে আগুন লেগে যায়। তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছে, রাতের মধ্যে ৪৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা আটকানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রোস্টভ অঞ্চলের তাগানরগ শহরে কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এটি একটি পাওয়ার লাইনের জরুরি বন্ধের কারণে হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কাছাকাছি একটি ট্রান্সফরমার সাবস্টেশনে আগুন লেগেছিল।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়াও দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরবরাহকারী সাবস্টেশন লক্ষ্য করে ইউক্রেনের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। 

আমাদের সময়/এআই