সুদানে গণহত্যা ঢাকতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানের একটি চিকিৎসক সংগঠন অভিযোগ করেছে, দারফুরে গণহত্যার প্রমাণ লুকাতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) লাশ পুড়িয়ে ও গণকবরে দাফন করছে।
রোববার এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, পশ্চিম দারফুরের এল-ফাশের শহর দখলের পর আরএসএফ সদস্যরা রাস্তাঘাট থেকে শত শত লাশ সরিয়ে নিচ্ছে।
সংগঠনটি বলেছে, অপরাধ ঢেকে রাখা বা লাশ পুড়িয়ে গণহত্যার প্রমাণ মুছে ফেলা যাবে না।
তারা আরও জানায়, এল-ফাশেরের এই নৃশংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আরএসএফের পরিচালিত চলমান গণহত্যারই অংশ। এতে আন্তর্জাতিক ও ধর্মীয় সব নীতি লঙ্ঘিত হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তারা মৃতদের মর্যাদাপূর্ণ দাফনের অধিকার নিশ্চিতের আহ্বান জানায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, শহরটির প্রায় ২ লাখ ৬০ হাজার বাসিন্দার মধ্যে অন্তত ৮২ হাজার মানুষ শহর দখলের পর পালিয়ে গেছে। অনেকেই এখনো আটকা পড়ে আছে বলে জানা গেছে।
খারতুম থেকে আল জাজিরার সাংবাদিক হিবা মরগান জানান, এল-ফাশের থেকে পালিয়ে উত্তর দিকের আল দাব্বাহ শহরে যাওয়ার পথে অনেক শরণার্থী মারা গেছেন। এদের কেউ খাবার ও পানির অভাবে, কেউ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/এআই