নিবন্ধিত দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নিবন্ধিত দলগুলোর সঙ্গে কয়েক ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সংবাদিকদের এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে ডাকছে না ইসি। এনসিপি ও গণঅধিকার পরিষদসহ একাধিক দল ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিসহ ১৪ দল শরিকদেরও নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। এ অবস্থায় ইসির সংলাপে দলগুলো ডাক পাবে কি না, তা নিয়ে এক ধরনের সংশয় ও অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক এই সংলাপের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির শেষ ধাপে পৌঁছাবে ইসি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?