ডায়াবেটিক রোগীদের জন্য মার্কিন ভিসা কঠিন হলো
যাঁরা ডায়াবেটিকে ভুগছেন তাঁদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা পাওয়া কঠিন করা হয়েছে। গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন বিভিন্ন দূতাবাসে এমন নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যক্তিরা তাঁদের স্বাস্থ্যগত কারণে যুক্তরাষ্ট্রের খরচের বোঝা বাড়িয়ে দিতে পারেন। খবর এবিসি নিউজের।
খবরে বলা হয়েছে, ভিসা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এমন কিছু শর্ত যোগ করা হয়েছে যার ভিত্তিতে ভিসা আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হবে। এর মধ্যে বেশি বয়স, স্বাস্থ্যগত সমস্যা যে কারণে তাঁরা সরকারি সহয়তার ওপর নির্ভরশীল থাকবেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পর্যবেক্ষকরা বলছেন, নতুন নির্দেশনায় আবেদনকারীর স্বাস্থ্যগত দিকের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তাদের অবশ্যই আবেদনকারীর স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে হবেÑ যেমন হৃদরোগ, শ্বাসনালির রোগ, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকজনিত রোগ, স্নায়ুবিষয়ক জটিলতা ও মানসিক সমস্যা আছে কিনা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস