শিবচরে লাভলু সিদ্দিকীর নেতৃত্বে র্যালি-সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে একাত্তর চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে এ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্বরে জড়ো হন। ঢাকঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে র্যালিতে অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হব।’
তিনি আরও বলেন, ‘দলের দুঃসময়ে আমি জনগণের পাশে ছিলাম, জুলুম-অত্যাচার সহ্য করেও দলের সঙ্গে ছিলাম। আমরা বিএনপিতে দুধের মাছি না। আমার পুরো পরিবার বিএনপি করে। আমি দলের সঙ্গে কখনো বেঈমানি করিনি, করব না। জনগণ আমাকে ভালোবাসে, আমি জনগণের সঙ্গেই আছি, থাকব। কোনো সুবিধাবাদী, অতিথিশিল্পীকে শিবচরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মী এবং জনগণ মেনে নেবে না।’
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিবসই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। তারা মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর প্রতি সমর্থন জানান এবং তাকে মনোনয়ন দেওয়ার দাবি উত্থাপন করেন।
শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সদস্যসচিব সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য শামীম আহসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ তুমন, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কুতুবউদ্দিন, শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্যসচিব মনজিল রহমান শিহাব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ খান তুরাগ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুস ছাত্তার উকিল, উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ গোমস্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের সময়/জেএইচ