নিবন্ধন পেতে তারেককে যে পরামর্শ দিলেন ইসি সচিব

অনলাইন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৮
শেয়ার :
নিবন্ধন পেতে তারেককে যে পরামর্শ দিলেন ইসি সচিব

নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে পুনর্বিবেচনার আবেদন করতে বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘আইনগতভাবে যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারেন। অপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সুবিবেচনায় নেবেন।’

ইসি সচিব বলেন, ‘আমি আন্তরিকভাবে আবেদন করব, যেন তিনি অনশন ভেঙে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন।’

আপিল কোথায় করবে-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আপিল করবে কমিশনে, সচিব বরাবর। কেননা, চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন, যদি ওনারা করতে চান।’

কতদিনের মধ্যে আপিল করতে হবে এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আপিলের জন্য তো কোনো সময় আমি বলছি না। আপনি এখনো করতে পারেন। আগামীকালও করতে পারেন। আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত। ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে। আপিল করতে তো কোনো অসুবিধা নেই। এখন কোনো কিছু করার নেই। একটা না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং কিছু কিছু জায়গায় উনারা বলছেন যে আমরা এটার সঙ্গে একমত নই। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন ইত্যাদির জন্যে আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবে, কি নেবে না সেটা হলো পরের ব্যাপার।’

গত ৪ নভেম্বর বিকেল থেকে তারেক রহমান ইসির মূল ফটকের সামনে অনশন করছেন। এরই মধ্যে বিএনপিসহ বিভিন্ন দল তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করেছে।

আমাদের সময়/এআই