নবাবগঞ্জে ব্রিজের রেলিং থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শংকরখালী এলাকার একটি ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় রফিক কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাবলীগ জামাতের সদস্য ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
রোববার (৯ নভেম্বর) ভোরে শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের রেলিং থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশি আসমা বেগম জানান, ‘রফিক কবিরাজ রোববার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। সকালে মরদেহ ব্রিজের রেলিংয়ে ঝুলতে দেখা যায়। কেন তার মৃত্যু হলো, এখনও বুঝতে পারছি না।’
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
হঠাৎ এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুয়াজ্জিনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, সবদিক বিবেচনায় রেখে তদন্ত চলছে।
আমাদের সময়/আরআর