জুলাই স্মৃতি জাদুঘরে থাকছে শেখ হাসিনার নিপীড়নের ইতিহাস

বিনোদন প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৫
শেয়ার :
জুলাই স্মৃতি জাদুঘরে থাকছে শেখ হাসিনার নিপীড়নের ইতিহাস

গুম, খুন, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরে গণহত্যা ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস জায়গা পাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে। ঐতিহাসিক তথ্য-ভিত্তিক এই জাদুঘর নির্মাণে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।

গতকাল শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত কাজের পরিসর তুলে ধরা হয়।

‘সবার রঙে, সবার সুরে/ নতুন প্রাণের ঐকতানে’- এমন স্লোগানে প্রকাশিত পোস্টে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির ফটোকার্ড শেয়ার করে তাতে লিখা হয়, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে উঠে এসেছে বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির বাংলাদেশ। বহু ভাষা, বহু রঙ, বহু সুরের বাংলাদেশকে তুলে ধরতে আরও নানান ধরনের কর্মসূচির কাজ চলমান।’

আরও বলা হয়, ‘সংস্কৃতি মন্ত্রণালয় জুলাইয়ের ডকুমেন্টারির প্রতিটি পর্বে এবং জুলাই স্মৃতি জাদুঘরের প্রতিটি দেয়ালে তুলে ধরা হচ্ছে ১৬ বছরের নিপীড়নের ইতিহাস। শিগগিরই উন্মুক্ত হবে জুলাই স্মৃতি জাদুঘর।’

পোস্টে প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাগরুক রাখার প্রত্যয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর”র নির্মাণ কাজ পুরো গতিতে চলমান রয়েছে। এ বছরের মধ্যেই এই জাদুঘর নির্মাণ কাজ শেষে সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা যায়।’

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং জুলাই অভ্যুত্থানের কালচারাল ডকুমেন্টেশনের বিষয়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন দিক নিয়ে সুর্নির্দিষ্ট তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য একটি কাজ। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে ৪০টির অধিক ডকুমেন্টারি নির্মিত হয়েছে। আরও বেশ কয়েকটি সিনেমার নির্মাণ কাজ চলছে।

এ ছাড়াও পোস্টে অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপন, রাষ্ট্রীয় পর্যায়ে লালন শাহর তিরোধন দিবস পালন, দেশজুড়ে সংগীত স্কুলকে বিশেষ প্রণোদনাসহ সাম্প্রতিক সময়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার পোস্টটি শেয়ার করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি! আশা করি আমাদের উত্তরসূরীরা তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

আমাদের সময়/ এসএ