প্রকাশ্যে ‘দ্য গ্যাংস অব সিটি’
বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’র নায়ক বড়ুয়া মনোজিত ধীমন অভিনীত নতুন সিনেমার নাম ঘোষণা হয়েছে। প্রকাশিত হয়েছে এর একটি পোস্টারও। সম্প্রতি প্রকাশ হওয়া এই পোস্টারের মাধ্যমে জানা গেল, নতুন সিনেমার নাম ‘দ্য গ্যাংস অব সিটি’।
পোস্টারে দেখা যায়, আবছা আলোয় একটি শহর। বন্দুক হাতে বসে আছেন বড়ুয়া মনোজিত ধীমন।
প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্ বড়ুয়া মনোজিত ধীমনকে নিয়ে প্রথমবারের মতো সিনেমা প্রযোজনা করছেন। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা সাব্বির আহমেদ শ্রাবণ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ জানান, সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে ‘দ্য গ্যাংস অব সিটি’ সিনেমাটি নির্মাণ করছি।
এটি ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প। যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘দ্য গ্যাংস অব সিটি’তে বড়ুয়া মনোজিত ধীমন ছাড়া আর কারা থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’